মুম্বই: টানা ২ বছর ধরে ব্যাটে রান নেই। মাঝে একমাত্র মেলবোর্ন (melbourne) টেস্টে সেঞ্চুরি এসেছিল। কিন্তু এরপর ফের যেই কে সেই। কানপুর টেস্টে ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে ৩৫ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হন। মুম্বই টেস্টের আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তবে অফফর্মের অজিঙ্ক রাহানের (ajinkya rahane) পাশে দাঁড়ালেন বিরাট কোহলি (virat kohli)।


মুম্বই টেস্ট জয়ের পর সাংবাদিক বৈঠকে রাহানেকে নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানেই বিরাট বলেন, ''আমরা কারও ফর্ম নিয়ে বলার মতো কেউ নই। বাইরে থেকে অন্যরা যেমন মুহূর্তেই কাউকে প্রশংসায় ভাসিয়ে দেন, আবার মুহূর্তেই সমালোচনাতে ভরিয়ে দেন আমি তেমনটা ঠিক করতে পারিনা। রাহানে দলের জন্য যে গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলেছে, সেগুলো আমি ভুলিনি এবং অযথা কারও ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে একেবারেই রাজি নই।’'







কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট না সারায় মুম্বই টেস্ট থেকে বাদ পড়তে হয় রাহানেকে। তবে আদৌ চোট নাকি খারাপ ফর্মে বাদ পড়েছিলেন টেস্ট থেকে, তা নিয়ে ধোঁয়াশা ছিলই। এরইমধ্যে শোনা যাচ্ছে যে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে রাহানের বদলে সহ অধিনায়ক করা হতে পারে রোহিত শর্মাকে। 


এদিকে সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল ভারত। শুধু তাই নয়, এই জয়ের সঙ্গে সঙ্গে আইসিসি মেনস টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল ভারত। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘণ্টা যেতে না যেতে ১৬৭ রানে কিউয়িদের গুটিয়ে ম্যাচ ও সিরিজ মুঠোয় পুরল বিরাট-বাহিনী। ভারতের এই জয়ের পর শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটমহল।  


শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, টুইটে কিংবদন্তী ক্রিকেটার লিখেছেন, "অসাধারণ জয় টিম ইন্ডিয়ার জন্য। অভিনন্দন। অবশ্যই একটি স্পেশাল টেস্ট ম্যাচ। যেখানে ৪ ইনিংসে সব কটি উইকেট নিতে পেরেছে ভারত। 


আরও পড়ুন: কোভিড বিধির কড়াকড়ি, পারথ থেকে সরল অ্যাশেজের পঞ্চম টেস্ট