বার্মিংহ্যাম: ভারতীয় দল আগামীকাল বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে নতুন জার্সি পরে খেলবে, সেটি বেশ পছন্দ হয়েছে বিরাট কোহলির। যদিও ভারতের অধিনায়ক জানিয়ে দিয়েছেন, একটি ম্যাচেই তাঁরা ‘অ্যাওয়ে’ জার্সি পরে খেলবেন। বাকি ম্যাচগুলিতে চিরাচরিত নীল রঙের জার্সি পরেই খেলতে দেখা যাবে ভারতীয় দলকে।



সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘একটি ম্যাচের জন্য নতুন জার্সি খুব ভাল। আমার মনে হয় না স্থায়ীভাবে এই জার্সি পরে খেলব। কারণ, নীল রঙের জার্সি পরেই আমরা বরাবর খেলে এসেছি। নীল রঙের জার্সি পরে খেলে আমরা গর্বিত। তবে নতুন জার্সিটা দারুণ। আমি এই জার্সিকে দশের মধ্যে আট নম্বর দেব।’



বিরাটের পছন্দ হলেও, কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি অবশ্য ভারতীয় দলের নতুন জার্সিকে ‘গৈরিকীকরণ’ হিসেবে দেখছে। এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। বিরাট যদিও রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।