কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রথম ম্যাচে কম্বোডিয়া ও পরের ম্যাচ শক্তিশালী আফগানদের আটকে এএফসি এশিয়ান কাপের (Asian Cup) মূলপর্বে খেলার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন সুনীল, প্রীতমরা। আর ছেলেদের খেলায় বেজায় খুশি কোচ ইগর স্টিমাচও। তাঁর মতে সত্যিকালের ব্লু টাইগারদের মতই খেলেছে দলের ছেলেরা। 


এই জয়ের ফলে টানা দু’টি ম্যাচ জিতে ছ’পয়েন্ট পেয়ে লিগ তালিকার  দু’নম্বরে রয়েছে ভারত। শেষ ম্যাচে হংকংকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। ভারতীয় দলের হেডকোচ বলছেন, ''আমার দলের ছেলেরা আজ সত্যিকারের ব্লু টাইগারের মতো খেলেছে। এই বাঘেদের জলে রাখতেই হবে। কারণএরাই দলকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারবে। মাঠে নেমে ফুটবলকে উপভোগ কর। গর্ব ও সন্মানের সঙ্গে দেশের জন্য লড়াই কর। সব ম্যাচ জেতা যায় না। কিন্তু তাতে চিন্তার কিছু নেই। মনবীর সিংহের জন্য আজ আমি গর্বিত। ওকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দলে ও যথেষ্ট দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। ভারতীয় ফুটবলে ও নিজেকে ক্রমশ প্রতিষ্ঠা করছে। প্রথম ম্যাচে প্রথমার্ধের পর ওকে বসিয়ে দিতে কোচ হিসেবে খুব খারাপ লেগেছে আমার। কারণদেশের জন্য যে ভাবে খেলা উচিত ছিল ওরও তেমন খেলেনি। ওর টেকনিক নিয়ে কিছু বলছি না।''


একেবারে শেষ মুহূর্তে ২ গোল, চাপ বাড়ছিল?


স্টিমাচ বলছেন, ''আমার তো মনে হয়, বাড়িতে বসে টিভিতে এবং গ্যালারিতে বসে যাঁরা খেলা দেখেছেন, তারা প্রত্যেকেই ম্যাচটা উপভোগ করেছেন। দুই দলই যথেষ্ট ভাল ফুটবল খেলেছে এবং সারা ম্যাচে প্রচুর নাটক ছিল। মাঠে ২২ জন ফুটবলারের মধ্যে একটা উত্তেজনাকর ম্যাচে অনেক সুযোগই তৈরি হয়। শেষ কবে এত উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছি, মনে করতে পারছি না। শেষ পর্যন্ত জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। প্রথম সেকেন্ড থেকেই আমাদের ছেলেদের মধ্যে জেতার ইচ্ছে, চারিত্রিক দৃঢ়তা, টিমস্পিরিট, সহ্যশক্তি, সবই দেখা গিয়েছে। প্রথম ম্যাচে ও রকম একটা জয়ের পরে এ রকম একটা কঠিন ম্যাচের জন্য খুবই ভাল ভাবে তৈরি ছিল আমাদের ছেলেরা। প্রথম জয়টা আমাদের চাপেও ফেলে দিয়েছিল।''                                                                       -- তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া