মুম্বই: খুব কাছ থেকে দেখেছেন। একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। তিলে তিলে নিজেকে ভেঙে গড়ে তুলেছেন মিতালি রাজ হিসেবে। তিনি তাপসী পান্নু (Taapsee Pannu)। সাবাস মিঠু ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিনি। এই ছবিটি মিতালি রাজের বায়োপিক। পর্দায় নিঁখুতভাবে মিতালি হয়ে উঠেছেন তাপসী পান্নু। আজ মিতালি রাজের অবসর ঘোষণার পর ইনস্টাগ্রামে তাঁক শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন বলি অভিনেত্রীও। নিজের পোস্টে অনেকগুলো পরিসংখ্যান তুলে ধরেছেন তাপসী। একই সঙ্গে লিখেছেন যে, ''তুমি সবসময় আমাদের ক্যাপ্টেন থাকবে।''


 






উল্লেখ্য, এর আগে মিতালির জন্মদিনের সময়ও ২০১৯ সালে তাঁর সঙ্গে সময় কাটিয়েছেন মিতালি। মিতালি কেক কেটে খাইয়ে দিচ্ছেন তাপসীকে, এই ছবিও পোস্ট করেছিলেন নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে।


 






২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আজই ইতি টেনেছেন মিতালি রাজ। উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মিতালির। ২৩২ ম্যাচে ৭৮০৫ রান করেছেন। ১২টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছেন ৬৯৯ রান। শিখর ধবন, সুরেশ রায়না, দীনেশ কার্তিক থেকে শুরু করে ওয়াসিম জাফরের মত ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন মিতালিকে।