বেঙ্গালুরু: ডিআরএস-এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ভুল করেছেন বলে স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এই বিতর্কিত ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, ‘বলটা আমার প্যাডে লাগার পর প্রথমে নন-স্ট্রাইকারের দিকে তাকাই, তারপর ড্রেসিংরুমের দিকে তাকাই। আমার এটা করা উচিত হয়নি। এই প্রথম এটা করলাম। আমার মাথা কাজ করছিল না।’

স্মিথ ভুলস্বীকার করলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এই বিতর্কে অধিনায়ক ও দলের পাশেই দাঁড়িয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া দল ও ড্রেসিংরুমের সততা নিয়ে প্রশ্ন তোলা অপমানজনক। আমরা কোনও অন্যায় করিনি। দলের পাশে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’

বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন এলবিডব্লু হওয়ার পর ডিআরএস চাওয়া নিয়ে বিতর্কে জড়ান স্মিথ। ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর বচসা শুরু হয়ে যায়। স্মিথ অবশ্য দাবি করেছেন, কোহলির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য-বিনিময় হয়নি।