এখন আর কেউ এত বড় পোশাক পরে না, ছবি পোস্ট করে রায়নার সঙ্গে খুনসুটি লারার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 09:28 PM (IST)
সুরেশ রায়না সেই পোস্টে মন্তব্য করেন, এটা সত্যিই ফ্যান মোমেন্ট।
নয়াদিল্লি: লকডাউনে অন্য ক্রিকেটারদের মতোই গৃহবন্দি হয়ে সময় কাটাচ্ছেন তিনিও। মাঝে মধ্যে তাঁকেও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে অন্যদের থেকে অনেকটাই কম। সেই ব্রায়ান চার্লস লারা সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে সুরেশ রায়নার একটি ছবি পোস্ট করলেন শুক্রবার। সঙ্গে লিখলেন, ‘‘এই যুবকেরা কারা?? ভক্তের সঙ্গে আছি মনে হচ্ছে। তবে পরবর্তী সময়ে বিশেষ প্লেয়ার হয়ে উঠেছিল ছেলেটি।'' সুরেশ রায়না সেই পোস্টে মন্তব্য করেন, এটা সত্যিই ফ্যান মোমেন্ট। তবে তাঁর সঙ্গে মজা করতে ছাড়েননি লারা। ২০০৩ সালের সেই ছবিতে দেখা যাচ্ছে, রায়না মাপের তুলনায় বেশ বড় সাইজের পোশাক পরেছেন। যা দেখে ক্যারিবিয়ান কিংবদন্তি লেখেন, ‘এখন এত বড় পোশাক কেউ পরে!’