নয়াদিল্লি: দ্বিতীয় বাছাই কোরিয়ান শাটলার সুং জি হিউনকে হারিয়ে প্রথমবার ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। সেমিফাইনালে ১ ঘণ্টা ১৫ মিনিটের উত্তেজক লড়াইয়ের পর হায়দরবাদি শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ১৪-২১, ২১-১৪। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ স্পেনের ক্যারোলিনা মারিন। রিও অলিম্পিকের ফাইনালে মারিনের কাছে হেরেই রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সিন্ধুকে। এবার তাঁর সামনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।
বিশ্বের পাঁচ নম্বর শাটলার সিন্ধু কোয়ার্টার ফাইনালে হারান সাইনা নেহওয়ালকে। এরপর শেষ চারের লড়াইয়েও অসাধারণ পারফরম্যান্স দেখালেন তিনি। বিশ্বের চার নম্বর শাটলার হিউন প্রথম গেমে হেরে গেলেও, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় গেম জিতে নেন। তবে তাতে দমে না গিয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেন সিন্ধু।
ইন্ডিয়া ওপেন বিডব্লুএফ ওয়ার্ল্ড সুপার সিরিজের ক্যালেন্ডারে যুক্ত হওয়ার পর ভারতীয়দের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন কিদম্বী শ্রীকান্ত ও সাইনা। এবার তৃতীয় ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিন্ধুর সামনে।
ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
01 Apr 2017 07:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -