নয়াদিল্লি: ‘প্রিয় সাইনা, এবার ব্যাগ গুছিয়ে ফেল দেখি। আমরা এমন একজনকে পেয়ে গেছি, যে সেরাদের হারাতে জানে।’ টুইটারে এই মেসেজ পেয়ে কী মনে হয়েছিল হায়দরাবাদের হাসপাতালে হাঁটুর চোট ভর্তি সাইনা নেহওয়ালের? যে দেশের ব্যাডমিন্টনকে তিনি কার্যত একার হাতে সাবালক করে তুলেছেন, রিওয় ছিটকে যেতে তাঁকে এই উপহার দিয়েছে সে দেশেরই এক নাগরিক। রিওয় পিভি সিন্ধুর স্বপ্নের উড়ানে তিনিও একইরকম গর্বিত। কিন্তু সিন্ধুর উত্থানে তাঁকে অবসরের পরামর্শ দেওয়া ব্যক্তি বোধহয় ভুলেই গেছে, ৪ বছর আগে এই অলিম্পিকের আঙিনা থেকেই তিনি ব্রোঞ্জ নিয়ে আসেন মেডেল বুভুক্ষু দেশে। তবে অপারেশন টেবিলে ওঠার আগে সাইনা দেখিয়ে দিলেন ধৈর্যই হোক বা মর্যাদাবোধ- তর্কাতীতভাবে তিনিই এক নম্বর। তাঁর বিদ্রুপকারীকে তিনি যে জবাব দিয়েছেন, তা টুইটারে শেয়ার হয়েছে ২,০০০-এর কাছাকাছি।





তাঁকে খেলা ছাড়ার অযাচিত পরামর্শদাতা লজ্জিত হয়ে ক্ষমাপ্রার্থনা করেছে। তার জবাবে সাইনা যা বলেছেন তাও অবাক করে দেয়।




ভারতীয় ব্যাডমিন্টনে একের পর এক সোনালি দিন এনে দেওয়া সেরা খেলোয়াড় এখন হাসপাতালে। শাটল ককের জগতে চিনা আধিপত্যর বিরুদ্ধে তাঁর একার লড়াইকে সম্বোধন করা হত ‘সাইনা ভার্সাস চায়না’। সেই সাইনা দেখিয়ে দিলেন, কোর্টের মধ্যে তো বটেই, বাইরেও তাঁর স্ম্যাশের তীব্রতা এখনও একইরকম।