নয়াদিল্লি: টেনিস দুনিয়ায় তরুণদের ছাপিয়ে এখন বয়স্ক খেলোয়াড়দেরই দাপট। গতকালই ৩৬ বছর বয়সে তিন ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই করে ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন রজার ফেডেরার। আজ ৪৪ বছর বয়সে নিউপোর্ট বিচ চ্যালেঞ্জার খেতাব জিতে ফের র্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এ চলে এলেন লিয়েন্ডার পেজ। ১৪ ধাপ উঠে তিনি এখন ৪৭ নম্বরে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস কেরিটানির সঙ্গে জুটি বেঁধে এই প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন লিয়েন্ডার। ফাইনালে ফিলিপিন্সের ট্রিট হুই ও মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলা জুটিকে ৬-৪, ৭-৫ ফলে হারিয়ে দিয়েছেন লিয়েন্ডাররা। এর ফলে এই ভারতীয় তারকা ১২৫ পয়েন্ট পেয়েছেন।
এখন ডাবলস র্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সবার আগে রোহন বোপন্না। তিনি আছেন ২০ নম্বরে। দ্বিজ শরণ আছেন ৪৫ নম্বরে। সিঙ্গলসে আট ধাপ উঠে ১১৮ নম্বরে এবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নেওয়া ইউকি ভামরি। ভারতের অন্যান্য সিঙ্গলস খেলোয়াড়দের মধ্যে রামকুমার রামনাথন ১৪০ নম্বরে, সুমিত নাগাল ২১৮ নম্বরে, প্রজনেশ গুন্নেশ্বরম ২৪৪ নম্বরে এবং শ্রীরাম বালাজি ৩৯১ নম্বরে আছেন।
নিউপোর্ট বিচ চ্যালেঞ্জার খেতাব জিতে ফের র্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এ লিয়েন্ডার
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jan 2018 12:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -