উইনস্টন-সালেম: রিও অলিম্পিকের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের স্বমহিমায় লিয়েন্ডার পেজ। জার্মানির আন্দ্রে বেগেম্যানকে সঙ্গী করে উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা। সেমিফাইনালে পাকিস্তানের আইসাম উল হক কুরেশি ও সুইডেনের রবার্ট লিন্ডস্টেডকে হারিয়ে দিয়েছেন লিয়েন্ডার-বেগেম্যান। তাঁদের পক্ষে খেলার ফল ১-৬, ৭-৬, ১০-৪।

 

কোয়ার্টার ফাইনালে শীর্ষবাছাই জুটি লুকাস কুবোত ও নেনাদ জিমোনজিচকে হারিয়ে দেন লিয়েন্ডাররা। রিও অলিম্পিকের প্রথম ম্যাচেই পোল্যান্ডের কুবোত ও মারচিন মাতকোবস্কির কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল লিয়েন্ডার-রোহন বোপান্না জুটিকে। সেই হারের বদলা নেন লিয়েন্ডার। এবার শেষ চারের লড়াইয়ে তিনি কুবোতের প্রাক্তন পার্টনার লিন্ডস্টেডকেও হারিয়ে দিলেন।

 

তবে সেমিফাইনালে অবাছাই লিয়েন্ডার-বেগেম্যান জুটির লড়াই সহজ হয়নি। প্রথম সেটে তাঁদের সার্ভিস দু বার ব্রেক করে সহজেই জিতে যান কুরেশি-লিন্ডস্টেড। দ্বিতীয় সেটে লড়াই করে জিততে হয় লিয়েন্ডারদের। শেষপর্যন্ত সুপার টাইব্রেকারে তাঁরা তৃতীয় সেট জিতে ফাইনালে পৌঁছে যান। এবার তাঁদের প্রতিপক্ষ স্পেনের গিলেরমো গার্সিয়া লোপেজ ও ফিনল্যান্ডের হেনরি কন্তিনেন।