লিওন (মেক্সিকো): কানাডার আদিল শামসুদ্দিনকে নিয়ে মেক্সিকোর লিওন চ্যালেঞ্জারের ফাইনালে পৌঁছে গেলেন লিয়েন্ডার পেজ। চলতি মরসুমে এই প্রথম কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন তিনি। বছরের প্রথম খেতাব জয়ের লক্ষ্যে ফাইনালে সুইৎজারল্যান্ডের লুকা মার্গারলি এবং ব্রাজিলের কারো জাম্পিয়েরির বিরুদ্ধে খেলতে নামবেন লিয়েন্ডাররা।


৭৫ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্যের লিওন চ্যালেঞ্জারে তৃতীয় বাছাই লিয়েন্ডাররা। শেষ চারে তাঁদের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার লুক স্যাভিল ও জন প্যাট্রিক স্মিথ। লিয়েন্ডারদের পক্ষে ম্যাচের ফল ৬-৭ (১), ৬-৪, ১০-৫। প্রথম সেটে হেরে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নেন লিয়েন্ডাররা।

২০১৫ সালে শেষবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর খেতাব জেতেন লিয়েন্ডার। ডাবলসে শেষ গ্র্যান্ড স্ল্যাম ২০১৩ সালের ইউএস ওপেন। উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে রিজার্ভে রাখা হয়েছে এই অভিজ্ঞ খেলোয়াড়কে। লিওন চ্যালেঞ্জার জিতে ফের নিজেকে প্রমাণ করতে চাইছেন লিয়েন্ডার।