মেলবোর্ন: বল-বিকৃতির দায়ে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা মেলবোর্ন টেস্টে ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। আজ তৃতীয় টেস্টে হারের পর এ কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তিনি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘অনভিজ্ঞতা ও চাপের কারণেই আমরা হেরে গেলাম। আমাদের দলের বেশিরভাগ ব্যাটসম্যানই এর আগে এত ভাল বোলিং আক্রমণের মোকাবিলা করেনি। যে কোনও দলের সেরা দু’তিনজনকে সরিয়ে দিলে একটু সমস্যা হবেই। পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকবে না। আমাদের দলের ক্ষেত্রেও সেটাই হচ্ছে।’

পেইন আরও বলেছেন, ‘পারথে কঠিন উইকেটে আমাদের ব্যাটিং অর্ডারের প্রথম ৬ জন ব্যাটসম্যান ভাল পারফরম্যান্স দেখায়। এই ম্যাচে আমরা হতাশ করেছি। এটা সময়ে সময়ে হয়। আমাদের উন্নতি করে যেতে হবে। গত দু’টি টেস্টের তুলনায় এই টেস্টে আমাদের পারফরম্যান্স খারাপ হয়েছে। তবে দুর্দান্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে অনভিজ্ঞ ৬ জন ব্যাটসম্যান থাকলে এটা হওয়া স্বাভাবিক। (চেতেশ্বর) পূজারা ও বিরাটকে (কোহলি) ভারতীয় দল থেকে সরিয়ে নিলে একই ঘটনা ঘটবে। বিপক্ষ দলে বিশ্বসেরা খেলোয়াড়রা না থাকলে অবশ্যই আমাদের সুবিধা হবে। এই মুহূর্তে আমাদের কাজটা কঠিন। দলের সবাই হতাশ। তবে সবাই পরিশ্রম করছে। দলের সবাই টেস্ট ক্রিকেটে চাপের মুহূর্তে খেলার অভিজ্ঞতা অর্জন করছে। আশার কথা হল, বিশ্বমানের খেলোয়াড়রা শীঘ্রই দলে ফিরবে। সেটা পার্থক্য গড়ে দেবে।’

ভারতের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও পারফরম্যান্সের প্রশংসা করেছেন পেইন। তাঁর মতে, প্রথম ইনিংসে ভারতীয় দল বড় রান করাতেই পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও জানিয়েছেন, সিডনিতে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই তাঁদের লক্ষ্য।