ইসলামাবাদ: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেছেন, আমিরশাহীর পরিচিত পরিবেশে খেলার অভিজ্ঞতা থাকায় বাড়তি সুবিধা পাবে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া থাকবে পাকিস্তান।
সরফরাজ বলেছেন, আমিরশাহীর পরিবেশে খেলার ব্যাপারে আমাদের দলের অভিজ্ঞতা তুলনামূলকভাবে বেশি। সে জন্য এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে সেই অভিজ্ঞতা আমরা কাজে লাগানোর চেষ্টা করব।
পাক অধিনায়ক স্বীকার করে নিয়েছেন যে, সামগ্রিক অভিজ্ঞতার ক্ষেত্রে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল তাঁদের থেকে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী।
এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেছেন, শারীরিক ফিটনেস বজায় রাখাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। টুর্নামেন্টের আগে একটা অনুশীলন শিবির করা হবে বলেও তিনি জানিয়েছেন। ৩ সেপ্টেম্বর থেকে হবে ওই শিবির।
১৯ সেপ্টেম্বর এশিয়া কাপে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।