করাচি: ভারতে জুনিয়র বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে সরকারের অনুমতি পেয়ে গেল পাকিস্তানের হকি ফেডারেশন। লখনউয়ে ৮ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। সেখানে যোগ দেওয়ার বিষয়ে সরকারের সবুজ সঙ্কেত পেয়েছে পাক হকি ফেডারেশন।

অলিম্পিয়ান তাহির জামানের তত্ত্বাবধানে লাহৌরে পাকিস্তানের জুনিয়র হকি দলের প্রস্তুতি শিবির চলছে। এবারের বিশ্বকাপে ভাল ফলের বিষয়ে আশাবাদী পাকিস্তানের হকি মহল। তবে বিশ্বকাপের জন্য ভারতে আসার অনুমতি পাওয়া নিয়ে উদ্বেগে ছিলেন পাক হকি ফেডারেশনের কর্তারা। শেষপর্যন্ত সেই অনুমতি আসায় তাঁরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।