দুবাই: স্পিনার ইমাদ ওয়াসিমের পাঁচ উইকেট এবং বাবর আজমের অপরাজিত ৫৫ রানের সুবাদে প্রথম টি-২০ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ডোয়েন ব্র্যাভো ৫৫ রান করেন। ওয়াসিম ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারেই ১১৬ রান তুলে নেয় পাকিস্তান। বাবরের পাশাপাশি খালিদ লতিফ ৩৪ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘আমরা ইমাদ ওয়াসিমকে স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করছি। ও ভাল পারফরম্যান্স দেখিয়েছি। আমরা ফিল্ডিং এবং ইতিবাচক শরীরী ভাষার উপর বেশি জোর দিচ্ছি। খেলোয়াড়রা সবাই আমাদের কৌশল অনুযায়ী ভাল পারফরম্যান্স দেখানোয় আমি খুশি।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট স্বীকার করেছেন, তাঁরা ভাল খেলতে পারেননি। স্পিন বোলিং সামলানোর বিষয়ে তাঁরা আরও আলোচনা করবেন।