করাচি: বছরের শেষ দিন খুদে ক্রিকেট ভক্তকে চমকে দিলেন বাবর আজম (Babar Azam)। অসুস্থ কিশোরকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন পাকিস্তানের অধিনায়ক (Pakistan Captain)। শুধু তাই নয়, ভিডিও কলে কথা বলালেন মহম্মদ রিজওয়ানের সঙ্গেও।


শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তি কিশোরের পাশে বসে রয়েছেন বাবর। মুখ ঢাকা মাস্কে। কিশোরকে একজন জিজ্ঞেস করছেন, তোমার সামনে কে বসে রয়েছেন চিনতে পারছো? কিশোরের জবাব, 'চিনতে পারব না কেন! বাবর আজম।'                                  


এরপরই হেসে মাস্ক খোলেন বাবর। কিশোরের শারীরিক অবস্থার খোঁজ নেন। ওই কিশোর বাবরকে জানান যে, তাঁর প্রিয় খেলোয়াড় মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।                                   


এরপরই আরও এক চমক দেন বাবর। জিজ্ঞেস করেন, 'রিজওয়ানের সঙ্গে কথা বলবে?' ভিডিও কলে ধরেন পাক উইকেটকিপারকে। রিজওয়ানকে ওই খুদে জানান, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর খুব কেঁদেছিল সে। রিজওয়ান খুদে ভক্তকে বলেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো। মাঠে এসে খেলা দেখতে হবে।'


বাবর কিশোরকে বলেন, 'মনের জোর হারালে চলবে না। বিশ্বাসটাই আসল। দ্রুত সেরে ওঠো। আমি দলের সকলের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। তোমাকে ম্যাচ দেখার টিকিটও পাঠাব।'                                                        


 






বেশ পরিণত গলায় ওই কিশোর বাবর ও রিজওয়ানকে বলে, 'অনেকে তোমাদের সমালোচনা করে। তোমরা মন খারাপ কোরো না। পরিশ্রম করো। ভাল খেলবেই।' রিজওয়ান বলেন, 'তোমার জন্যই বিশ্বকাপ জিতব।'


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করেছে পাকিস্তান। সেই ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর। দ্বিতীয় টেস্টের জন্য পাক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে খুদে কিশোর।


আরও পড়ুন: 'গাড়িটা আস্তে চালাস', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন