Google Pixel 6a: নতুন বছরে ফোন কিনবেন ভাবছেন? বাজেট যদি হয় মাঝামাঝি, অর্থাৎ ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাহলে কিনতে পারেন গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6a) ফোন। ভারতে এই ফোন অবশ্য লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়। তবে বর্তমানে এই ফোন ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাচ্ছে ১৬ হাজার টাকায়। গুগলের নিজস্ব টেনসর চিপসেট রয়েছে এই ফোনে।
ফ্লিপকার্টের অফার
গুগল পিক্সেল ৬এ ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়। তবে এখন সেই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ২৯,৯০০ টাকায়। যদি ক্রেতার কাছে ব্যাঙ্ক অফ বরোদার কার্ড থাকলে তাহলে আরও অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ফেডেরাল ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা ইনস্ট্যান্ট ৩০০০ টাকা ছাড় পাবেন। এই সমস্ত অফার যুক্ত হলে ফোনের দাম কমে হবে ২৬,৯০০ টাকা। এরপরে আবার থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে গুগল পিক্সেল ৬এ ফোন কিনলে ক্রেতারা ১৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্ষেত্রে ওই পুরনো ফোন কী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে ছাড়ের পরিমাণ। যদি আপনি কোনও ভাল স্যামসাং ফোন বা পুরনো আইফোনের পরিবর্তে গুগল পিক্সেল ৬এ ফোন কিনতে চান, তাহলেই এই বিপুল পরিমাণ এক্সচেঞ্জ অফার পাবেন। নাহলে এই বিপুল ছাড় পাওয়া সম্ভব নয়। তবে সবচেয়ে কম হলে ১০ হাজার টাকা এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। তাহলেও ফোনের দাম কমে হবে ১৬,৯০০ টাকা। যে দামে গুগল পিক্সেল ৬এ ভারতে লঞ্চ হয়েছিল তার নিরিখে এই ফোনের দাম অনেকটাই কমছে।
গুগল পিক্সল ৬এ ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির একটি OLED ডিসপ্লে। সেখানে ফুল এইচডি রেজোলিউশন রয়েছে। ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৪ প্রোটেকশন।
- গুগল পিক্সেল ৬এ ফোনে রয়েছে একটি অক্টা-কোর গুগল টেনসর চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে।
- এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪৪১০ এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট।
Samsung Galaxy F04: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) নতুন বছরে ভারতে লঞ্চ করতে চলেছে একটি নতুন ফোন। শোনা গিয়েছে, এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ফোন (Samsung Galaxy F04)। ২০২৩ সালে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি।
আরও পড়ুন- ট্যুইটারে আসছে 'Side Sweep' ফিচার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?