লাহোর: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসাবে গণ্য করা হয় শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi)। আসন্ন এশিয়া কাপ জয়ের জন্য বোলিংয়ে অন্তত পাকিস্তানের (Pakistan Cricket Team) সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনি। তবে বিরাট বড় ধাক্কা খেল পাকিস্তান। গোটা এশিয়া কাপ (Asia Cup 2022) থেকেই ছিটকে গেলেন দলের তারকা ফাস্ট বোলার শাহিন।


ছিটকে গেলেন শাহিন


ডান হাঁটুর লিগামেন্টে চোট শাহিনের। ফলে পাকিস্তান দলের মেডিক্যাল টিম তারকা পেসারকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। গত মাসে গলে শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময়ই শাহিনের এই চোট লাগে। তার ফলে তিনি আর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেননি। এবার এই একই চোটের জেরে আফ্রিদি এশিয়া কাপে তো খেলতে পারবেনই না, পাশাপাশি পাকিস্তানের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও খেলবেন না শাহিন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিদেজের আগে ফেরার কথা শাহিনের। ফলে বছরের শেষের দিকে, নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে আপাতত কোনও সংশয় নেই।   


 





 


কবে ফিরবেন শাহিন?


শাহিনের চোটের বিষয়ে পাকিস্তান দলের মুখ্য মেডিক্যাল স্টাফ ডাক্তার নাজিবুল্লাহ সোমরো বলেন, 'আমি শাহিনের সঙ্গে কথা বলেছি এবং স্পষ্টতই এই খবর শুনে ও ভীষণই হতাশ। তবে ও একজন সাহসী তরুণ ক্রিকেটার। পুরোদমে ফিট হয়ে মাঠে ফিরে নিজের দলের হয়ে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর ও। যদিও রটারডামে ও পুনর্বাসন প্রক্রিয়ায় যথেষ্ট উন্নতি করেছে, তাও এটা স্পষ্ট যে ওর পুরোপুরি ফিট হতে আরও সময়ে প্রয়োজন। তাই অক্টোবরেই ও সম্ভবত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবে।' প্রসঙ্গত. শাহিনের পরিবর্ত ক্রিকেটার এখনও ঘোষণা না করলেও, শীঘ্রই তাঁর নাম জানিয়ে দেওয়া হবে পাকিস্তান বোর্ডের তরফে। শাহিন অবশ্য পাকিস্তান স্কোয়াডের সঙ্গে থেকেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।


আরও পড়ুন: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠে উপস্থিত থাকতে চান? জেনে নিন কীভাবে কাটবেন টিকিট