নয়াদিল্লি: এবারের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে ভুবনেশ্বরে। সেখানে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের ৬ জন অ্যাথলিট এবং দু জন কর্তার ভিসা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব সি কে ভালসন। তিনি বলেছেন, ‘আমরা চাইছিলাম পাকিস্তানের অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় যোগ দিন। তাঁরা ভিসা পাওয়ায় আমরা হাঁফ ছেড়ে বেঁচেছি।’
এ মাসের ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। গত সপ্তাহ পর্যন্ত পাকিস্তানের অ্যাথলিটরা ভিসা না পাওয়ায় তাঁরা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা ছিল। তবে ভিসা মঞ্জুর হওয়ায় তাঁদের ভুবনেশ্বরে আসা নিয়ে আর অনিশ্চয়তা রইল না। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন অ্যাথলিট এবং এক কর্তার ভিসা মঞ্জুর করা হয়নি। সোমবার ওয়াগা সীমান্ত দিয়ে অমৃতসরে আসার পর বিমানে ভুবনেশ্বরে যাবে দল।
এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ভিসা পেলেন পাক অ্যাথলিটরা
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2017 07:42 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -