ইসলামাবাদ: ভারত পাকিস্তানের ক্রিকেটকে ক্ষতি করতে চাইছে, আর আইপিএল এটির একটি মিলিত প্রয়াস। এই যুক্তি দেখিয়ে আইপিএলের সম্প্রচার বন্ধ করা করল পাকিস্তান।

সোমবার তথ্য সম্প্রচার মন্ত্রী ফওয়াদ চৌধুরী সাংবাদিক বৈঠকে জানান, ক্যাবিনেট মিটিং-এ প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, আইপিএলের মধ্যে দিয়ে ভারত একটি মিলিত প্রয়াস চালাচ্ছে পাকিস্তানি ক্রিকেটের ক্ষতি করার। তাই পাকিস্তানে এই ভারত আয়োজিত ক্রিকেটকে প্রোমোট করার কোনো অর্থই নেই।

ফেব্রুয়ারীর ১৪ তারিখে পুলওয়ামায় ভারতের সেনা বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় পাকিস্থানের জইস-ই-মহম্মদ। ঘটনায় মারা যান ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনার তীব্র নিন্দায় ও ক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। সেসময় ভারতে সম্প্রচার হচ্ছিল ‘পাকিস্তান সুপার লিগ’। ভারতীয় সম্প্রচারক পুলওয়ামার ঘটনার প্রতিবাদে মাঝপথে বন্ধ করে দেন ‘পাকিস্তান সুপার লিগের’ সম্প্রচার।
সাংবাদিক বৈঠকে ফওয়াদ চৌধুরী এই ঘটনার উল্লেখ করে বলেন, পাকিস্তানের বৈদ্যুতিন মিডিয়া নিয়ন্ত্রককে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে আইপিএল এর কোনোরকম সম্প্রচার না হয়।

ফওয়াদ বলেন, পাকিস্তান বিশ্বাস করে খেলা এবং সংস্কৃতিতে রাজনীতির রং লাগা উচিত নয়। কিন্তু ভারত পাকিস্তানী খেলোয়াড় ও শিল্পীদের ওপর আগ্রাসী মনোভাব পোষণ করছে।