স্টেডিয়াম থেকে বাইরে বের করে দেওয়ার পর তাঁরা বাইরেই খণ্ডযুদ্ধে জড়ান। এই বিশৃঙ্খল অবস্থায় ছবি তুলতে গিয়ে কয়েকজন সাংবাদিকেরও আঘাত লাগে বলে অভিযোগ। সমর্থকদের একাংশ বেআইনিভাবে স্টেডিয়ামে ঢুকে আসন দখল করে বসেছিলেন বলেও খবর।
হেডিংলিতে এক পাক সাংবাদিক ট্যুইট করে অভিযোগ করেছেন যে, আফগানিস্তান ক্রিকেট দলের সমর্থক হেডিংলি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে হিংসাত্মক আচরণ করেন। নিরাপত্তা গেট ভেঙে ফেলা ও ওই গেটের প্রহরায় থাকা নিরাপত্তা দলের ওপর বোতল ছোঁড়ার মতো কাজ করেন তাঁরা। পুলিশ এজন্য দুজনকে গ্রেফতার করেছে।
ট্যুইটারে যে ভিডিওগুলি দেখা গিয়েছে, সেগুলির মধ্যে একটিতে আফগানিস্তানের সমর্থকরা পাকিস্তানি জার্সি পরা এক দর্শককে পেটাচ্ছেন। অন্য একটি ভিডিওতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমর্থদের ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে।