৩২ বছর পরে মেলবোর্নে একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
Web Desk, ABP Ananda | 15 Jan 2017 07:36 PM (IST)
মেলবোর্ন: অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল পাকিস্তান। ২০০৫ সালের পর থেকে এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ায় জয় অধরা ছিল পাকিস্তানের। মেলবোর্নে ১৯৮৫ সালের পর থেকে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জয় পেল পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৮.২ ওভারে ২২০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ২৭ রানে শেষ পাঁচ উইকেটের পতন হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ করেন ৬০ রান। মহম্মদ আমির তিনটি এবং জুনেইদ খান ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় পাকিস্তান। মহম্মদ হাফিজ করেন ৭২ রান। তিনিই ম্যাচের সেরা।