লন্ডন: ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কাছে পাকিস্তানের হার। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় মোট সাত বার, যেখানে একবারও ভারতকে হারাতে পারেনি পাক দল। গত রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৯ (ডাকওয়ার্থ লুইস) রানে হারে পাকিস্তান। তার সপ্তাহখানেক পর আরও এক রবিবারে লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে তারা। তার আগেও পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে তাড়া করছে ১৬ জুন রবিবারের সেই হতশ্রী হার। সঙ্গে বিড়ম্বনাও। ভারতের বিরুদ্ধে তাঁর হাই তোলার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতের কাছে হারের পর তা নিয়ে কম ট্রোলডও হতে হয়নি তাঁকে। এবার সাংবাদিকদের প্রশ্নবাণও ধেয়ে এল তাঁর দিকে। উত্তরে পাক অধিনায়ক জানালেন, “হাই তুলেছি কোনও অপরাধ করিনি।”


এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে সমালোচকদের একহাত নিয়ে পাক অধিনায়ক বলেন, “হাই তো স্বাভাবিক বিষয়। হয়েই থাকে। এটা কোনও অপরাধ নয়। ম্যাচ শুরুর সময়ের কথা, এখন অনেকেই সেটা নিয়ে নিজের মনগড়া গল্প লিখে টাকা কামাচ্ছে। আমার জন্য কারও ভাল তো হল।”