স্পট-ফিক্সিং: সাসপেন্ড পাকিস্তানের দুই ক্রিকেটার
Web Desk, ABP Ananda | 10 Feb 2017 11:45 PM (IST)
দুবাই: পাকিস্তানের ক্রিকেটে ফের গড়াপেটার কালো ছায়া। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় মরসুমের শুরুতেই স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে ২ বছরের জন্য সাসপেন্ড করা হল শারজিল খান ও খালিদ লতিফকে। এই দুই ক্রিকেটারই পাকিস্তানের টি-২০ দলের সদস্য। বিস্তারিত তদন্তের স্বার্থে শারজিল ও খালিদকে দুবাই থেকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের দুর্নীতি দমন শাখা। পিএসএল-এর চেয়ারম্যান নজম শেঠি বলেছেন, এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না। তবে তদন্তের নির্দেশ দিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, খেলা থেকে দুর্নীতি দূর করার বিষয়ে তাঁরা বদ্ধপরিকর। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নিতে পিছপা হবেন না তাঁরা। এর আগে কাউন্টি ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে আজীবন নির্বাসিত হন দানিশ কানেরিয়া। মহম্মদ আমির, সলমন বাট ও মহম্মদ আসিফও স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হন। এবার একই কারণে সাসপেন্ড হলেন শারজিল ও খালিদ।