পিএসএল-এর চেয়ারম্যান নজম শেঠি বলেছেন, এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না। তবে তদন্তের নির্দেশ দিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, খেলা থেকে দুর্নীতি দূর করার বিষয়ে তাঁরা বদ্ধপরিকর। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নিতে পিছপা হবেন না তাঁরা।
এর আগে কাউন্টি ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে আজীবন নির্বাসিত হন দানিশ কানেরিয়া। মহম্মদ আমির, সলমন বাট ও মহম্মদ আসিফও স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হন। এবার একই কারণে সাসপেন্ড হলেন শারজিল ও খালিদ।