লন্ডন: কয়েকদিনের মধ্যেই বদলে গেল পৃথিবীটা। বিশ্বকাপে ভারতের কাছে হেরে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান দলকে, বিশেষ করে, অধিনায়ক সরফরাজ আহমেদকে। তাঁর স্বাস্থ্য নিয়েও খোঁটা দিতে ছাড়েননি কোনও কোনও সমর্থক। এর কয়েকদিন পর গতকাল রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে সরফরাজের দল। আর প্রোটিয়াদের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয়ের পর সমালোচনা বদলে গেল বন্দনায়। সমর্থকরা এখন তাঁদের ব্যবহারের জন্য পাক দলের কাছে ক্ষমা চাইলেন।
এক সমর্থক পোস্টার নিয়ে আসেন। পোস্টারে লেখা ছিল-সরফরাজ, আমরা দুঃখিত।



এছাড়াও ক্রিকেট ওয়ার্ল্ডকাপ-এর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পার দল নিয়ে কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওগুলিতে পাক সমর্থকদের সরফরাজের অটোগ্রাফ চাইতে দেখা গিয়েছে।



ওই ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দলের খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে পাক সমর্থকদের।



ম্যাচ চলাকালে গ্যালারি থেকেও পাক দলকে ব্যাপকভাবে উত্সাহিত করা হয়।




দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান ছয় ম্যাচে পেল পাঁচ পয়েন্ট। পয়েন্ট তালিকায় এখন তারা সপ্তমস্থানে। বাকি তিনটি ম্যাচে জিতলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অবশ্য ইংল্যান্ডের হারের ওপরও নির্ভর করতে হবে।