লাহৌর: ২০০৯-এর মার্চে সন্ত্রাসবাদী হামলার পর লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নেমে হারের মুখ দেখল শ্রীলঙ্কা। সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৩৬ রানে জয় পেল পাকিস্তান। ফলে এই সিরিজ ৩-০ ফলে জিতে গেল পাকিস্তান। বিশ্ব একাদশের সফরের পর এবার শ্রীলঙ্কাও পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলায় খুশি পিসিবি কর্তারা। তাঁদের আশা, এবার পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হবে।
রবিবারের ম্যাচ উপলক্ষে লাহৌরে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ২৩,০০০ দর্শক গ্যালারিতে ছিলেন। তাঁদের সামনে ভাল পারফরম্যান্স দেখান পাকিস্তানের ক্রিকেটাররা। শোয়েব মালিকই একমাত্র ক্রিকেটার, যিনি ২০০৯ সালের সেই সিরিজে খেলেছিলেন। তিনি এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ২৪ বলে পাঁচটি বাউন্ডারি ও জোড়া ছক্কার সাহায্যে ৫১ রান করেন শোয়েব। বাবর আজম ৩৪, ওপেনার উমর আমিন ৪৫ ও ফখর জামান ৩১ রান করেন। পাকিস্তান ২০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৪৪ রান করে। পাক পেসার মহম্মদ আমির প্রথমবার দেশের মাটিতে খেলতে নেমে টি-২০-তে কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখালেন। তিনি ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। দসুন শঙ্খ ৩৬ বলে ৫৪ রান করেও শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি।
এই ম্যাচের পর পিসিবি চেয়ারম্যান নজম শেঠি বলেছেন, ‘এটা ঐতিহাসিক ম্যাচ। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হল। এই ম্যাচের মাধ্যমে বাকি বিশ্বের কাছে বার্তা গেল, পাকিস্তান আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য তৈরি।’
লাহৌরে প্রত্যাবর্তনের ম্যাচে হার শ্রীলঙ্কার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2017 01:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -