কাল ভারত, পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখবেন ইমরান, খবর পাক সংবাদমাধ্যমে
Web Desk, ABP Ananda | 18 Sep 2018 04:26 PM (IST)
করাচি: আগামীকালের ভারত, পাকিস্তান ক্রিকেট যুদ্ধ মাঠে বসে দেখবেন ইমরান খান। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট তারকা, ১৯৯২ এর বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। প্রবাদপ্রতিম পাক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্যাট্রন-ইন-চিফও। পাক সংবাদ চ্যানেল জিও টিভির খবর, প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার দুবাইয়ে পাকিস্তান, ভারতের এশিয়া কাপের ম্যাচ দেখবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। ইমরান পাক প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি রওনা দিয়েছেন। ঘটনাচক্রে ২০০৬ এর পর কালই প্রথম সংযুক্ত আরব আমিরশাহিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আটের দশকের মাঝামাঝি থেকে নয়ের দশকের গোড়া পর্যন্ত শারজায় ভারত-পাকিস্তান দ্বৈরথেও তিনি পাক টিমকে নেতৃত্ব দিয়েছেন।