করাচি: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে মরিয়া হয়ে এবার এদেশে দল পাঠাতে রাজি বলে জানিয়ে দিল পিসিবি। বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকলেও এ বছরের ডিসেম্বরে তাঁরা ভারতে দল পাঠাতে রাজি। কিন্তু বিসিসিআই সিরিজ আয়োজনে রাজি হচ্ছে না। একইসঙ্গে পাক ক্রিকেট বোর্ডের প্রধান ইঙ্গিত দিয়েছেন, এ বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান।

দ্বিপাক্ষিক সিরিজ সংক্রান্ত চুক্তিভঙ্গ করায় সম্প্রতি ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআই-কে আইনি নোটিস দিয়েছে পিসিবি। তারপর শাহরিয়ারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর দাবি, আইসিসি-ও চায় ভারত-পাক সিরিজ হোক। কারণ, বিশ্ব ক্রিকেটে এই দু দেশের লড়াইয়ের এক বিশেষ স্থান আছে। ভারত-পাক ম্যাচ থেকেই সবচেয়ে বেশি আর্থিক লাভ হয়। সেই কারণেই ভারত সফরে রাজি পিসিবি।