দুবাই: এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ সিরিজ জিতল পাকিস্তান। প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতেছে সরফরাজ আহমেদের দল।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬০ রান করে পাকিস্তান। খালিদ লতিফ ৪০ এবং শোয়েব মালিক ৩৭ রান করেন। সরফরাজ ৪৬ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুই ওপেনার এভিল লিউইস (৩) ও জনসন চার্লস (১০) দ্রুত ফিরে যান। আন্দ্রে ফ্লেচার (২৯) লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু মিডল অর্ডারের সাহায্য পাননি তিনি। মার্লন স্যামুয়েলস (১), ডোয়েন ব্র্যাভো (১৮), কাইরেন পোলার্ড (১৮), কার্লোস ব্রেথওয়েটরা (৮) দলকে ভরসা দিতে ব্যর্থ হন। শেষদিকে বরং অপ্রত্যাশিতভাবে ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন সুনীল নারিন। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৩০ রান তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ। এরপর তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টেস্ট খেলবে দু দল।