জুরিখ: ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের অবাঞ্চিত হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে পাকিস্তানকে সাসপেন্ড করল ফিফা। পাক ফুটবল ফেডারেশনের দফতর এবং অ্যাকাউন্ট এখন আদালত-নিযুক্ত প্রশাসকদের অধিকারে আছে। ফিফার আইনে স্পষ্ট বলা আছে, সব সদস্য দেশের ফুটবল ফেডারেশনের কাজকর্ম স্বাধীনভাবে পরিচালনা করতে হবে। পাকিস্তান সেই আইন লঙ্ঘন করাতেই তাদের সাসপেন্ড করা হল। পাক ফুটবল ফেডারেশনের দফতর এবং অ্যাকাউন্টে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধ হলেই সাসপেনশন তুলে নেওয়া হবে।

ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে এখন পাকিস্তানের র‌্যাঙ্কিং ২০০। ২০১৫ সালের মার্চে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইয়েমেনের বিরুদ্ধে ম্যাচ খেলার পর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি পাকিস্তান। এবার তাদের সাসপেন্ডই করা হল। এ বিষয়ে পাক ফুটবল সংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।