পাকিস্তানি ওয়েবসাইট ‘পাক প্যাশন’-এর সম্পাদক সাজ সাদিক, শুক্রবার টুইট করে এই খবর জানান।
হঠাৎ কেন এই ইচ্ছে সরফরাজের দলের? মার্চে অষ্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে ভারতীয় দল আর্মি ক্যাপ ব্যবহার করে। তার আগেই ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিহানায় মারা যান ৪০ সিআরপিএফ জওয়ান। তাঁদের সম্মান জানাতেই ভারতীয় দল এই ক্যাপ ব্যবহার করেছিল। এর পাল্টা হিসেবেই ভারতীয় দলের উইকেট পড়লে বিশেষ ভাবে উল্লাস করতে চেয়েছিল পাক দল। কিন্তু সেই প্রস্তাবে সায় দেয়নি পিসিবি।
সাদিক তাঁর টুইটে লিখেছেন, পাক বোর্ড সরফরাজ আহমেদের দলকে ক্রিকেটেই মন দিতে বলেছে। বিরাট ব্রিগেডের আর্মি ক্যাপ পরার পাল্টা হিসেবে বাড়তি উল্লাসের প্রয়োজন নেই বলে জানিয়েছে পিসিবি।
তিনি আরও বলেন, পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, বিপক্ষ কী করল সেটা আমরা দেখব না। কোনও সেঞ্চুরি হলে, সেটা বিশেষ ভাবে সেলিব্রেট করা যেতে পারে। যেমন ২০১৬য় লর্ডসে সেনাবাহিনির সম্মানে পুশ-আপ করেছিলেন মিসবা-উল-হক। কিন্তু উইকেট পড়ার ক্ষেত্রে আলাদা কিছু করার দরকার নেই।
তাছাড়া, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে ধোনি কিপিং গ্লাভসে টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের প্রতীকের মতো একটি ডানাওয়ালা ছুরি চিহ্ন ব্যবহার করেছিলেন। গ্লাভসে এই লোগো ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে আইসিসি। যদিও এই বিষয়ে মাহির পাশেই দাঁড়িয়েছে বিসিসিআই। ওই বাহিনীর সাম্মানিক লেফটেনেন্ট কর্নেল ধোনি। যদিও ধোনির গ্লাভসে ব্যবহৃত ওই লোগোতে 'বলিদান' শব্দটি লেখা ছিল না।