লন্ডন: লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান। চতুর্থ দিন লাঞ্চের আগেই খেলা শেষ হয়ে গেল। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচের নায়ক পাকিস্তানের পেসার মহম্মদ আব্বাস। ১৯৯৫ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে গেল ইংল্যান্ড। ২০১০-এর ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টেই স্পট-ফিক্সিংয়ে কলঙ্কিত হয়েছিল পাকিস্তান। সেই মাঠেই তারা আজ স্মরণীয় জয় পেল।
এই ম্যাচের প্রথম দিন থেকেই পাকিস্তানের দাপট ছিল। প্রথম ইনিংসে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭০ রান করেন অ্যালেস্টার কুক। আব্বাস চারটি এবং হাসান আলি চারটি উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৬৩ রান করে পাকিস্তান। অর্ধশতরান করেন আজহার আলি (৫০), আসাদ শফিক (৫৯), বাবর আজম (৬৮) ও শাদাব খান (৫২)। জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস তিনটি করে উইকেট নেন।
১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংসে হারের মুখে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তিন নম্বরে নামা জো রুট (৬৮) ছাড়া টপ বা মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই রান পাননি। সেই অবস্থা থেকে দলের হাল ধরেন জোস বাটলার (৬৭) ও ডমিনিক বেস। তাঁদের জুটির ফলে ইনিংসে হার এড়াতে সক্ষম হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে হয় ২৪২ রান। আব্বাস এই ইনিংসেও চারটি উইকেট নেন। মহম্মদ আমিরও চার উইকেট নেন। তবে ইনিংসে হার এড়াতে পারলেও, ম্যাচে হার এড়াতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে আজহারের (৪) উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান। ইমাম উল হক ১৮ ও হ্যারিস সোহেল ৩৯ রানে অপরাজিত থাকেন।
প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে বিধ্বস্ত করল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
27 May 2018 07:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -