লাহোর: দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উজ্জীবিত পাকিস্তানি ওপেনার ফকর জামান। তাঁর বিশ্বাস, আগামী বছরের বিশ্বকাপে ফেভারিট তকমা নিয়েই খেলতে নামবে পাকিস্তান। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের উল্লেখ করে এ কথা বলেছেন তিনি। ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স দুরন্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এক সাক্ষাত্কারে ফকর জামান বলেছেন, পাক দলের কম্বিনেশন যে দুর্দান্ত তা সাম্প্রতিক ফলাফল থেকেই স্পষ্ট।
তিনি বলেছেন, কাপ জিততেই ইংল্যান্ডে যাব, সংখ্যার ভিড় বাড়াতে নয়। বিশ্বকাপের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েই নামবে পাকিস্তান। তাই বিশ্বকাপে আমাদের দলকে ফেভারিট তকমা দেওয়াটাই সঙ্গত হবে।
যদিও এই মুহূর্তে বিশ্বকাপ নয়, বাঁহাতি এই ব্যাটসম্যানের লক্ষ্য এশিয়া কাপ। আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।
ফকর জামান বলেছেন, এই মুহূর্তে আমার লক্ষ্য আসন্ন এশিয়া কাপে ভালো ফল করা। তিনি আরও বলেছেন, বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এখনও ওই টুর্নামেন্টের প্রস্তুতি শুরুর সময় আসেনি। কারণ, বিশ্বকাপের আগে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ধারাবাহিকতা নিয়েও প্রশংসা করেছেন ফকর জামান। তিনি বলেছেন, নিঃসন্দেহে কোহলি বিশ্বমানের খেলোয়াড়। যেভাবে তিনি পরিশ্রম ও ব্যাটিং করেন, তা অন্যদের কাছে অনুকরণযোগ্য। কোহলির ব্যাটিং আমি খুবই উপভোগ করি। তাঁর ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে বলে মনে করি।
ফেভারিট হিসেবেই ২০১৯-এর বিশ্বকাপে নামবে পাকিস্তান: ফকর জামান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Aug 2018 11:58 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -