করাচি : সেটা ১৯৮৭ সালের কথা। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে মোট ১০ হাজার রান পূর্ণ করেন সুনীল গাওস্কর। ৩৪-তম সেঞ্চুরিটিও করেন। যে ম্যাচে তিনি এই মাইলফলক ছুয়ে ফেলেন সেটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ঘটনা স্মরণ করে গাওস্করের প্রচুর প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হক। হক মনে করেন আজকের দিনে খেললে আরও অনেক বেশি রান করতে পারতেন গাওস্কর। তাঁর মতে, গাওস্করের ১০ হাজার রান আজকের দিনের ১৬ হাজার বা তার চেয়েও বেশি রান।


ইনজামাম জানাচ্ছেন গাওস্করের জমানায় যাঁরা সাঙ্ঘাতিক ব্যাটসম্যান ছিলেন, সেই ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স, জাভেদ মিয়াদাঁদ কিংবা ভিভিয়ান রিচার্ডসও কিন্তু ১০ হাজারের গন্ডি পার হতে পারেননি। তিনি বলেন, এখনও তো এতো টেস্ট খেলা হচ্ছে, কিন্তু এখনই বা কতজন পেরেছেন ওই ফলক পেরোতে!

ইনজামামের মতে, এখন ফর্মে থাকলে একজন ব্যাটসম্যান প্রতি সিজনে ১ থেকে দেড় হাজার রান করেই ফেলতে পারেন। এখন তো পিচ তৈরিই করা হয় যাতে ব্যাটসম্যান বেশি রান করতে পারেন, আর মানুষ বেশিক্ষণ ধরে কারও ব্যাটিং উপভোগ করতে পারেন। সুনীলের সময় কিন্তু তা ছিল না অবস্থাটা। উপমহাদেশের বাইরের উইকেটে রান পেতে রীতিমতো বেগ পেতে হত ব্যাটসম্যানকে। সে জায়গায় দাঁড়িয়ে সুনীলের ১০ হাজার রান আজকের ১৬ হাজার রানের সমান।