লকডাউনের আগে মাধ্যমিক শেষ হলেও, করোনা আবহে বাতিল হয়েছে উচ্চমাধ্যমিকের শেষ তিন দিনের পরীক্ষা। শুক্রবার দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে সেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। মাধ্যমিকের মতো abpananda.abplive.in-এ ক্লিক করলেই জানা যাবে ফল।
করোনা আবহে যেহেতু সব পরীক্ষা হয়নি, তাই সিবিএসই, আইএসসি-র মতো প্রকাশিত হবে না মেধাতালিকা।ফলপ্রকাশের দু’সপ্তাহ পর ৩১ জুলাই মার্কশিট দেওয়া হবে।
ওই দিন দুপুর দুটোয় বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে। সামাজিক দূরত্ব মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবক কিংবা পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে খবর, ওয়েবসাইটেই মিলবে মার্কশিটের প্রতিলিপি। যেখানে থাকবে বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষার নম্বর। প্র্যাক্টিকাল বা প্রোজেক্টের নম্বর। মোট প্রাপ্ত নম্বর। মার্কশিটে থাকবে পার্সেন্টাইলও।
গত ১২ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। করোনা আবহে ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়ে থমকে যায়। বাতিল হয় ১৪টি বিষয়ের পরীক্ষা। যে পরীক্ষাগুলি হয়েছে, তার লিখিত পরীক্ষার সর্বোচ্চ নম্বর, বাতিল লিখিত পরীক্ষার নম্বর হিসেবে নেওয়া হবে। প্রয়োজনে শতকরা হারে নম্বর নির্ণয় করা হবে।
এই নম্বর ব্যবস্থায় কোনও পরীক্ষার্থী অসন্তুষ্ট থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মিলবে পরীক্ষায় বসার সুযোগ। সেক্ষেত্রে, পরীক্ষায় পড়ুয়ার প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে। উচ্চ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, স্নাতক স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১০ অগাস্ট।
এক্ষেত্রে কোনও আবেদনারীকে ক্যাম্পাসে আসতে বলা যাবে না। কাউন্সেলিং এবং ভেরিফিকেশনের জন্যও ডাকা যাবে না। মেধা অনুযায়ী যাঁরা ভর্তির জন্য বিবেচিত হবেন, তাঁদের ইমেল অথবা ফোন করে জানাবে কর্তৃপক্ষ। ব্যাঙ্কে সেই তালিকা পাঠিয়ে দেবে, তারা অনলাইনে ফি নেবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রত্যেককে কোভিড প্রোটোকল মানতে হবে। তবে এই অ্যাডভাইসরি বি.এড বা স্নাতকোত্তরের ক্ষেত্রে গ্রাহ্য হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI