করাচি: এবারের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেলেও, পাকিস্তানের পারফরম্যান্স মোটেই খারাপ নয় বলে দাবি করলেন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান মইন খান। তাঁর বক্তব্য, ‘দেখুন, আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে জিতি, তাহলে ৯টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতব। একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছে। আমার মতে এটি খারাপ পারফরম্যান্স নয়। তাই পিসিবি যেটাই করুক না কেন, ভেবেচিন্তে করতে হবে। কারণ, শুধু মুখ বা পদ বদল করে কোনও লাভ হবে না।’


ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে যাওয়া নিশ্চিত করেছে ইংল্যান্ড। ভারত ও অস্ট্রেলিয়াও সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। এখন শেষ চারে যাওয়ার লড়াই পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। পাকিস্তান খাতায়-কলমে এখনও বিশ্বকাপে টিকে থাকলেও, বিরাট অঘটন ছাড়া শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পিসিবি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, গত তিন বছরে সরফরাজ আহমেদের দলের পারফরম্যান্স নিয়ে তদন্ত করবে ক্রিকেট কমিটি। মইন বুঝিয়ে দিয়েছেন, এ বিষয়ে তাঁর আপত্তি রয়েছে।