ভিডিওতে চাহলকে বলতে শোনা যায়, ‘চাহল টিভিতে মুখ দেখানোর জন্য সব রকম চেষ্টা করছেন’। এর জবাবে কোহলি বলেন, ‘আমার আসার কথা ছিল না, আমাকে ও (রাহুল) ডেকেছিল’।
অধিনায়কের এই যুক্তিতে গলেননি চাহল। তিনি বলেছেন, ‘আসলে চাহল টিভিতে আসার এটা একটা অজুহাত। এর থেকেই বোঝা যাচ্ছে, চাহল টিভি-তে আসার জন্য সবার কত আগ্রহ’।
এই মজাদার বাক্যবিনিময়ের পর ক্যামেরার দিকে তাকিয়ে মুখে মজাদার একটা ভঙ্গি করে সেখান থেকে চলে যান কোহলি।
এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এই প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তাঁর অধিনায়কত্বে আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে ভারত। হার একটিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়।
পয়েন্ট তালিকায় ভারত এখন অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বে উভয় দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। এই দুটি ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে পয়েন্ট তালিকায় চূড়ান্ত স্থান।