নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়ালএকদিনের সিরিজের তৃতীয় ম্যাচেও জিতল ভারত এ দল। পাঁচ ম্যাচের সিরিজ ভারত এ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিল। এদিনের ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মণীশ পান্ডে। ব্যাট হাতে শিবম দুবেও আবারও নজর কাড়লেন। সিরিজের বাকি দুটি ম্যাচে ভারত এ দলের নেতৃত্ব করবেন শ্রেয়য় আয়ার। ওই দুটি ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৩০। জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মণীশ পান্ডে ৫৯ বলে ৮১ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও চারটি ছয়ে। এরপর শিবম দুবে ২৮ বলে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ১৩ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। দুটি চার ও তিনটি ছয় রয়েছে তাঁর ইনিংসে।

২৭.৫ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে ভারত এ। অক্ষর পটেল ৭ রানে অপরাজিত থাকেন। পান্ডে ও দুবে ছাড়াও ওপেন করতে নেমে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষাণ ৪১ বলে ৪০ রান করেন। দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে আনরিক নোরজে ও জর্জ লিন্ডে দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ পর্বে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের ২১ বলে ৪৪ রানের দৌলতে দক্ষিণ আফ্রিকা এ ৩০ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করে।

শুরুর দিকে উইকেট না হারালেও ভারত এ দলের স্পিনারদের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। ওপেনার জানিম্যান মালান (৩৭), ম্যাথিউ ব্রিটজকে (৩৬) এবং অধিনায়ক টেম্বা ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

ভারত এ দলের হয়ে ক্রুনাল পান্ডে (২/২৩),দীপক চাহর (২/৪২) ছিলেন সবচেয়ে সফল বোলার। যজুবেন্দ্র চাহল ১ উইকেট নিলেও ছয় ওভারে ৩১ রান দেন।