হার্দিকের ট্যুইট মন ছুঁয়ে যায়। তিনি লিখেছেন, এভাবে খুশিতে উজ্জ্বল মুখ দেখে দারুন লাগছে। ওই ব্যক্তির জীবনে সব ধরনের সব ধরনের সমস্ত সুখ পাওয়া উচিত, সব কৃতিত্বই তাঁর, আমার বাবা!
হিংমাশু পান্ড্য একটি লাল রঙের গাড়ি পছন্দ করেন। শোরুমের মালিক তখন বলেন, এটা আপনার গাড়ি। আপনি এর মালিক।
সেই সময় উচ্ছ্বসিত বাবা ছেলেকে ভিডিও কলে বলেন, আমি তোমাকে দারুন ভালোবাসি।
বাবার এই কথায় নিজের প্রতিক্রিয়া একাধিক ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন হার্দিক। তিনি লিখেছেন, তাঁর ও ক্রুণালের জন্য তাঁদের বাবা নিজের সবকিছু দিয়েছেন। এরজন্য প্রচুর সাহস দরকার। তিনি যা করেছেন, তার জন্য ধন্যবাদ দেওয়া যথেষ্ট নয়। বাবার জন্য এই ছোট্ট উপহার তাঁর চোখে জল এনে দিয়েছে বলে জানিয়েছেন হার্দিক।