পুণে: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে হারের জন্য দলে ভারসাম্য না থাকাকেই দায়ী করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ও কেদার যাদব না থাকায় ভারতীয় দলে ভারসাম্য ছিল না। এর ফলে লোয়ার অর্ডার সহজেই ভেঙে পড়ে। হারের জন্য বোলারদেরও দায়ী করেছেন বিরাট।


গতকাল টানা তিন ম্যাচে বিরাটের শতরান সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ২৮৩ রানের জবাবে ভারতীয় দল ২৪০ রানে অলআউট হয়ে যায়। এই হারের পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘হার্দিক পাণ্ড্য ও কেদার যাদব দু’জনেই যখন খেলে, আমাদের বিকল্প বেড়ে যায়। হার্দিক ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারে। ওর মতো একজন ক্রিকেটার না থাকলে দলে ভারসাম্য আনা কঠিন হয়ে যায়। পরের ম্যাচে কেদার দলে ফিরবে। এর ফলে দলে ভারসাম্য আসবে এবং ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। দলের উপযুক্ত ভারসাম্যের কথা ভাবতে হবে আমাদের।’

বোলারদের বিষয়ে বিরাট বলেছেন, ‘আমরা ভাল বোলিং করেছি। প্রথম ৩৫ ওভারে উইকেট থেকে বিশেষ সাহায্য পাওয়া যায়নি। পরে উইকেট কঠিন হয়ে যায়। ৮ উইকেটে ২২৭ থেকে আমাদের ২৫০-২৬০ রান তাড়া করা উচিত ছিল। কিন্তু শেষ ১০ ওভারে আমরা বেশি রান দিয়েছি। শেষদিকে আমাদের আরও ভাল বল করা উচিত ছিল।’