ধোনিকে বাদ দিয়ে ঠিকই করেছেন নির্বাচকরা, মত আগরকরের
Web Desk, ABP Ananda | 28 Oct 2018 12:44 PM (IST)
নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার অজিত আগরকর। তিনি বলেছেন, ‘নির্বাচকরা বলেছেন, ভবিষ্যতে আবার টি-২০ দলে ধোনির জায়গা হতে পারে। এটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক। কারণ, আগামী টি-২০ বিশ্বকাপ হবে ২০২০-তে। ধোনি ততদিন পর্যন্ত খেলতে পারবে কি না কেউ জানে না। টি-২০ ম্যাচে ওর পারফরম্যান্স খুব একটা ভাল না। ওকে দলে প্রয়োজন নেই।’ আগরকর আরও বলেছেন, ‘ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ধোনি যখন অধিনায়ক ছিল, তখন কয়েকজনকে দল থেকে সরিয়ে দিয়েছিল। সেটাই করা উচিত। একজন যত বড় ক্রিকেটারই হোক না কেন, তার বর্তমান ফর্ম বিচার করতে হবে।’