ভারতের ৬০০ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে শ্রীলঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2017 11:13 AM (IST)
গল: প্রথম ইনিংসে ভারতের ৬০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৫৪ রান করে প্রবল চাপে শ্রীলঙ্কা। ভারত এখনও ৪৪৬ রানে এগিয়ে। আসেলা গুণরত্নে চোট পাওয়ায় ব্যাট করতে পারবেন না। ফলে ম্যাচ জেতার জন্য দু ইনিংস মিলিয়ে ভারতীয় বোলারদের মোট ১৮ উইকেট নিতে হবে। মহম্মদ শামি, উমেশ যাদবরা আজ যে পারফরম্যান্স দেখালেন, সেটা আগামীকালও ধরে রাখতে পারলে ইনিংসে জয় পেতেই পারে ভারত। গতকালের ৩ উইকেটে ৩৯৯ রান নিয়ে আজ খেলা শুরু করে ৬০০ রানে অলআউট হয়ে যায় ভারত। অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি করলেন হার্দিক পন্ডিয়া। শামিও তাঁর সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়া ব্যাটিং করেন। বাংলার এই পেসার তিনটি বিশাল ছক্কার সাহায্যে ৩০ বলে ৩০ রান করেন। হার্দিক ৪৯ বলে ৫০ রান করেন। অজিঙ্ক রাহানে করেন ৫৭ রান। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ ১৩২ রানে ৬ উইকেটে ও কুমারা ১৩১ রানে ৩ উইকেট নেন। ব্যাট করতে নেমে শুরুতেই দিমুথ করুণারত্নেকে (২) আউট করেন উমেশ। এরপর শ্রীলঙ্কার ৬৮ রানের মাথায় জোড়া আঘাত হানেন শামি। তিনি ৩ বলের ব্যবধানে দানুষ্কা গুণতিলকে (১৬) ও কুশল মেন্ডিসকে (০) আউট করেন। উপুল থরঙ্গা (৬৪) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫৪ অপরাজিত) লড়াই করেন।