গ্রেটার নয়ডা: ঋষভ পন্থ অত্যন্ত প্রতিভাশালী খেলোয়াড়, কিন্তু তাকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা যায় না, মঙ্গলবার একটি প্রচার কর্মসূচীতে এসে এমনটাই বললেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব।
এই মাসের শেষেই ভারতীয় বিশ্বকাপ দলের ক্রিকেটারদের নির্বাচন হবে। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন পন্থ। কিন্তু বিশ্বকাপ দলে তিনি নির্বাচিত হবেন কিনা তা জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে তাঁকে।
কপিল দেব বলেন, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কোনো ক্রিকেটারকেই তুলনা করা যায় না। ভারতীয় ক্রিকেটে ধোনির জায়গা কেউ নিতে পারবে না। তাই পন্থকে ধোনির সঙ্গে তুলনা করা মানে তাঁকে চাপের মধ্যে ফেলে দেওয়া। এটা খুব অনুচিত হবে। পন্থ ঠিক সময়ে অবশ্যই সুযোগ পাবে। অপরদিকে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ববন্টন ক্ষমতা সম্পর্কে তিনি হালকা ভাবে বলেন, ‘ কাজের চাপ আবার কি? আমাদের সবার তো কাজ করাই উচিত।’
১৯৮৩ সালের বিশ্বকাপের সময় ভারতীয় দলে মহিন্দর অমরনাথ, মদন লাল, রজার বিনি এবং স্বয়ং কপিল দেবের মতো অলরাউন্ডার ছিলেন। বর্তমানে ভারতীয় দলে হার্দিক পাণ্ডে আর বিজয় শঙ্করের বোলিং নিয়ে একটু সমস্যা থাকলেও তা নিয়ে বক্তব্য রাখতে নারাজ কপিল দেব।
তিনি বলেন, বিশ্বকাপ জেতা আর দোকান থেকে মিষ্টি কেনা এক নয়। তিনি তাই ভারতীয় দলের খামতি নিয়ে আলোচনা না করে তাদের শক্তিগুলিকেই তুলে ধরতে চান। তিনি আরও বলেন, বিশ্বকাপ নিয়ে ৪ বছরব্যাপী পরিকল্পনা হয়। ভারতীয় দলের নির্বাচক কমিটি অবশ্যই বিশ্বকাপ দলের জন্য সঠিক ক্রিকেটারদের বেছে নেবেন। তবে এই ধরনের বড় খেলাতে ভালো পারফর্ম করতে বেশ কিছু সময় ক্রিকেটারদের ভাগ্যেরও প্রয়োজন হয়।
পন্থ খুবই প্রতিভাশালী কিন্তু তাকে ধোনির সঙ্গে তুলনা অনুচিত: কপিল দেব
web desk, ABP Ananda
Updated at:
03 Apr 2019 08:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -