টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ডের মালিক পন্থও, ছুঁলেন রাসেল, ডি ভিলিয়ার্সকে
Web Desk, ABP Ananda | 10 Dec 2018 01:54 PM (IST)
অ্যাডিলেড: অ্যাডিলেডের মাঠে ভারতীয় উইকেট রক্ষক হিসাবে অনন্য কীর্তি গড়লেন ঋষভ পন্থ। নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ ম্যাচেই ঋদ্ধিমান সাহার একটি টেস্ট ম্যাচে ১০টি ক্যাচ তালুবন্দি করার রেকর্ডকে ম্লান করে ১১টি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি। ঘটনাচক্রে ঋদ্ধিমান আঘাত পেয়ে ছিটকে যাওয়ার ফলেই অস্ট্রেলিয়াগামী টেস্ট দলে তাঁকে ডাকেন নির্বাচকরা। ২১ বছরের পন্থ এবার ইংল্যান্ডের উইকেটকিপার জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একই আসনে বসলেন। ১৯৯৫-এ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে রাসেল ১১টি ক্যাচ ধরেছিলেন। ২০১৩-য় জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধ টেস্টে ওই নজির গড়েছিলেন ডি ভিলিয়ার্স। আজ অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির বলে মিশেল স্টার্কের ক্যাচ ধরে রাসেল, ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁয়ে ফেলেন পন্থ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬টি, দ্বিতীয় ইনিংসে ৫টি ক্যাচ তালুবন্দি করেছেন তিনি। প্রথম ইনিংসে তিনি ফেরান উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকোম্ব, টিম পেন, স্টার্ক, ট্র্যাভিস হেড, হ্যাজেলউডকে। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার হন দুই ওপেনার মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ ও শন মার্শ, পেইন, স্টার্ক। পেইনের ক্যাচ নিয়ে তিনি ছুঁয়ে ফেলেন ঋদ্ধিমানকে। পন্থ ম্যাচ শেষের পর বলেন, ওরা যেভাবে জয়ের কাছাকাছি চলে আসছিল, তাতে নার্ভাস লাগছিল। তবে আমরা ভাল সামলেছি। দলের জয়ে কিছু করতে পেরে খুশি। ব্যাটসম্যানদের সমস্যা ফেলতে পারলে সবসময় ভাল লাগে। ওরা যখন বোলারদের ছেড়ে আমায় নিয়ে চিন্তায় পড়ে, সেটা উপভোগ করি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মহেন্দ্র সিংহ ধোনির একটি কীর্তিও স্পর্শ করেন পন্থ। এক ইনিংসে ৬ট ক্যাচ ধরার ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন।