নয়াদিল্লি: ঋষভ পন্থের প্রতিভার ওপর ভরসা আছে, ২২ বছরের উইকেটকিপার ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়ে আস্থার কথা জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। অতীতে রোহিত শর্মাকেও নবাগত তারকার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এবার চাপমুক্তির জন্য পরমার্শ দিলেন খোদ বোর্ড প্রেসিডেন্ট। ভিভিএস যেমন কড়া ভাষায় বলে দিয়েছেন, আর সময় নয়, ঋষভের এবার নিজেকে প্রমাণ করতেই হবে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভকে আরও একটু সময় দেওয়ার পক্ষপাতী। মাঠে খেলতে নামলে ‘ধোনি ধোনি’ রব উঠবেই, তাতে চাপে পড়ে গেলে চলবে না। বরং নির্দিষ্ট উপায় বার করে সেই চাপ থেকে বেরিয়ে এসে নিজের খেলাটা খেলে যেতে হবে। এমনই মত সৌরভের।
দিল্লি ক্যাপিটালসের মেন্টর থাকাকালীন সৌরভের সান্নিধ্য পেয়েছেন ঋষভ। অন্যদিকে এই বাঁ হাতি তরুণও ভারতের সর্বকালের সেরা বাঁ হাতি ব্যাটসম্যানের কাছ থেকে শেখারও সুযোগ পেয়েছেন অনেক। ঋষভের প্রতিভা নিয়ে কোনও সংশয় না রেখেই সৌরভ বলেন, “ঋষভকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং চাপ থেকে বেরিয়ে আসার পথ নিজেকেই খুঁজে নিতে হবে।।” আরও একধাপ এগিয়ে সৌরভ বলেন, “প্রতিদিন ধোনি হওয়া সম্ভব নয়। ধোনির সাফল্য অর্জন করতে ঋষভের ১৫ বছর সময় লাগবে।”