পারথ: মহেন্দ্র সিংহ ধোনিকে দেশের হিরো বললেন ঋষভ পন্থ। মাঠে ধৈর্য্য ধরে রেখে চাপের পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, তা প্রাক্তন অধিনায়কের কাছে থেকেই তিনি শিখেছেন, বললেন তরুণ উইকেটকিপার। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১১টি ক্যাচ ধরার বিশ্বরের্কড গড়ার পর একথা বলেন তিনি। ১১টি ক্যাচ ধরে ইংল্যান্ডের জ্যাক রাসেল ও দক্ষিন আফ্রিকার এবি দে ভিলিয়ার্সের রের্কডকে ছুঁয়ে ফেলেন তিনি, ভাঙেন ঋদ্ধিমান সাহার রের্কডও।
’’কেবলমাত্র ক্রিকেটার হিসাবে নয়, মানুষ হিসাবেও তাঁর থেকে অনেক কিছু শিখেছি। তাঁর উপস্থিতি আমায় আত্মবিশ্বাস জোগায়। একজন উইকেটকিপার হিসাবে চাপের পরিস্থিতিতে কী করে মাথা ঠান্ডা রেখে নিজের সেরাটা দেওয়া যায়, তা মহেন্দ্র সিংহ ধোনির থেকেই শেখা।’’ এমনই বলেছেন ঋষভ। নিজের রেকর্ড নিয়ে তিনি বলেন ’’আমি কখনও রের্কডের কথা ভাবিনি কিন্তু ক্যাচগুলি ধরার পর ভালোই লাগছে। এটা একটা মাইলস্টোন বটেই কিন্তু আমায় আরও অনেক দূর যেতে হবে।’’