মুম্বই: অজিঙ্ক রাহানের ৯১ এবং নবাগত ঋষভ পন্থের ৩৬ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারতীয় এ দল।

প্রথমে ব্যাট করে এদিন ইংল্যান্ড ৪৮.৫ ওভারে ২৮২ রানে অলআউট হয়ে যায়। জনি বেয়ারস্টো ৬৪ এবং অ্যালেক্স হেলস ৫১ রান করেন। পারভেজ রসুল তিনটি এবং অশোক দিন্দা, প্রদীপ সাঙ্গওয়ান ও শাহবাজ নাদিম দুটি করে উইকেট নেন।

২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৯.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় এ দল। রাহানে ও ঋষভ ছাড়া ভাল ব্যাটিং করেন সৌরাষ্ট্রের ডান হাতি ব্যাটসম্যান শেলডন জ্যাকসন (৫৯)। সুরেশ রায়না করেন ৪৫ রান।