বার্লিন: এক পা হাঁটুর নীচ থেকে নেই। যাতে সোজা হয়ে দাঁড়াতে পারেন, তার জন্য ডান পায়ের হাঁটুর নীচে লাগানো ইস্পাতের তৈরি পা। ক্রীড়া পরিভাষায় যাকে বলে ব্লেড। মার্কাস রেমের (Merkus Rehm) সম্বল বলতে এক পা। আর মনের জোর। যে ইচ্ছাশক্তির জোরে বিশ্বজয়ের স্বপ্ন দেখেন জার্মানির অ্যাথলিট।


বিশ্বমঞ্চে চমক


মার্কাস রেম জার্মানির অ্যাথলিট। ডান পা নেই। লং জাম্প করেন কার্যত এক পায়ের জোরে। আর তা দিয়েই গোটা বিশ্বকে চমকে দিলেন। প্যারালিম্পিক্সে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। মার্কাস ফের একবার দেখিয়ে দিলেন যে, শুধুমাত্র অদম্য জেদকে সঙ্গী করে স্বপ্নের লাফ দেওয়া যায়।


বিশ্বরেকর্ডের লাফ


শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। জার্মানির প্যারালিম্পিয়ান মার্কাস রেম লং জাম্পের ট্র্যাকে চমকে দিলেন। অস্ট্রিয়ায় চলছে গোল্ডেন রুফ প্রতিযোগিতা। যেখানে যোগ দিয়েছেন বিশ্বের সেরা সমস্ত প্যারা অ্যাথলিট। আর সেখানেই চমক দিলেন মার্কাস। কীভাবে?


ব্লেড পায়ের সাহায্য নিয়ে, কার্যত এক পায়ে লাফালেন প্রায় ২৯ ফিট। রিডিং দেখাল, ২৮.৪১ ফিট লাফিয়েছেন মার্কাস। তাঁর লাফ দেখে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। প্যারা লং জাম্পে বিশ্বরেকর্ড করলেন। মার্কাসের আগে কেউ প্যারা লং জাম্পে ২৮.৪১ ফিট লাফাননি।


ভিডিও ভাইরাল


সংবাদসংস্থা রয়টার্সের তরফে মঙ্গলবার মার্কাস রেমের লাফের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে শুধু ট্যুইটারেই এক লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন অবিশ্বাস্য সেই লাফের ভিডিও।


 






ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের লাফের দৌড় শুরু করার আগে হাততালি দিয়ে নিজেকেই তাতাচ্ছেন মার্কাস। সেই সঙ্গে দর্শকদের কাছেও আবেদন করছেন, তাঁকে সমর্থন করার জন্য। তারপরই শুরু দৌড়। আর ঐতিহাসিক লাফ। যে লাফের প্রশংসা করছেন বিশ্বের তাবড় অ্যাথলিটরা।


আর ইতিহাসে নাম তুলে আনন্দে টগবগ করছেন জার্মান অ্যাথলিট।


আরও পড়ুন: বড় পদক্ষেপ সৌরভদের বোর্ডের! প্রত্যেক প্রাক্তনীর জন্য বাড়ছে পেনশন