প্যারিস: ভালবাসার শহর কাকে বলা হয়? এক ঝটিকায় সবাই উত্তরটি দিয়ে দেবে। ফ্রান্সের রাজধানী প্যারিসকেই বলা হয় ভালবাসার শহর। গোটা পৃথিবীর কতজনই তাঁদের প্রিয় মানুষকে এই প্যারিসে ঘুরতে এসে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন। আইফেল টাওয়ারের সামনে প্রেম প্রস্তাবের স্বপ্ন দেখেন অনেকেই। তাঁরাও হয়ত দেখেছিলেন। প্যারিসে অলিম্পিক্স খেলতে এসেছিলেন চিনের ২ শাটলার। মহিলা ব্যাডমিন্টন তারকা হুয়াং ইয়াকিওং ও পুরুষ দলের ব্যাডমিন্টন তারকা লিউ ইউচেন। তাঁরা যুগল। হয়ত মুহূর্ত খুঁজছিলেন। মিক্সড টিম ইভেন্টে হুয়াং সোনা জয়ের পরই আর সময় নষ্ট করেননি লিউ। প্রেমিকাকে সংবর্ধনা দেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাবও দেন তিনি। চোখে জল নিয়ে প্রস্তাব সম্মতি দেন হুয়াং।


ব্যাডমিন্টনে মহিলাদের মিক্সড ডাবলসের ফাইনালে চিনের জুটি ঝেং সিওয়েই ও হুয়াং ইয়াকিওং মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে। সেখানেই সোনা জেতেন চিনের জুটি। এরপরই যখন কাের্ট ছেড়ে পদক নিয়ে এগিয়ে আসছিলেন তখন লিউ ইউচেন তাঁর প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসেন। সেখানেই বিয়ের প্রস্তাব দেন হুয়াংকে। সেখানে উপস্থিত সবাই করতালি দেন। মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।


 






চিনের এই জুটি মিক্সড ডাবলসের এই ইভেন্টে সবগুলো ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। গ্রুপ পর্বের ম্য়াচগুলোতে সব ম্য়াচে জয় পেয়েছিলেন চিনের জুটি। এরপরই নক আউট পর্বেও একাধিপত্য দেখিয়েই ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিলেন তারা। 


আজ শনিবার অলিম্পিক্সে নিজের তৃতীয় পদকের হাতছানি রয়েছে মনুর সামনে। শুধু তাইই নয়। সোনা জয়ের হাতছানি রয়েছে তাঁর সামনে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালের উঠেছেন তিনি। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্টে ও মিক্সড টিম ইভেন্টেও পদক জেতেন। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন মনু। ফলে ফাইনালেও যদি দ্বিতীয় স্থানে শেষ করেন তবে কিন্তু রুপো নিশ্চিত পাচ্ছেন মনু আজ। কিন্তু আজ নিশ্চয় সোনা জয়ের লক্ষ্যেই নামবেন তিনি।


আরও পড়ুন: চলতি মরশুমে জোড়া দায়িত্ব কাঁধে, ভারতীয় ফুটবলের নতুন কোচ কিন্তু তাঁর লক্ষ্যে স্থির