প্যারিস: টোকিওর পর প্যারিস। টানা দুটো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। এবারের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনিই। নিজে ১০ গোল করেছেন। ব্রোঞ্জের ম্য়াচেও ২টো গোলই তাঁর স্টিক থেকেই এসেছে। ভারতে ফিরে এবার ভারতীয় হকি দল ও নিজের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। দেশের ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ভারতীয় হকি দল। দলের 'সরপঞ্চ' হরমনপ্রীত বলছেন, ''আমি ভীষণ খুশি। আমরা গোটা হকি দল ভীষণ খুশি। গোটা দেশ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের সমর্থন করেছে, তাতে সত্যিই অভূতপূর্ব লাগছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ। উনি সবসময় আমাদের সমর্থন করে এসেছেন। আমি নিজের পারফরম্য়ান্স নিয়েও বেজায় খুশি। টুর্নামেন্টে ১০ গোল করতে পেরেছি। তবে তার থেকেও বড় আমরা অলিম্পিক্সে ফের পদক জিততে পেরেছি।'' 


সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরমনপ্রীত বলেন, ''সোনা জয়ই আমাদের লক্ষ্য ছিল। ফাইনালে ওঠা ও ফাইনালে জয়ের জন্যই মুখিয়ে ছিলাম আমরা। কিন্তু পারিনি। কিছুটা হতাশা রয়েই গিয়েছে। কারণ এবার আমরা দারুণ খেলছিলাম। স্বপ্ন দেখেছিলাম সোনা জয়ের। কিন্তু সোনা জয়ের স্বপ্নপূরণ হয়নি। তবে পদক পদকই। পরপর দুটো অলিম্পিক্সে পদক জেতা মুখের কথা নয়। আমরা তা করতে পেরেছি।''


দীর্ঘদিনের সতীর্থ শ্রীজেশ হকিকে বিদায় জানিয়েছেন ব্রোঞ্জ জয়ের পরই। ভারতের কিংবদন্তি হকি গোলরক্ষকের কথাও শোনা গেল হরমনপ্রীতের মুখে। ভারতের সরপঞ্চ বলছেন, ''শ্রীজেশের জন্য এটা সত্যিই একটা ভীষণ আবেগঘন মূহূর্ত। ওঁর অবদান ভারতীয় হকিতে অনস্বীকার্য। এটাই শেষ ম্য়াচ ছিল শ্রীজেশের। ওঁ দলের সঙ্গে না থাকলেও আমাদের অনুপ্রেরণা হয়েই থাকবে। আমি জানি যে কোনও সময়ে প্রয়োজনে ওঁকে পাওয়া যাবে। এছাড়াও ওড়িশা সরকারের কাছে আমরা ঋণী। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অবদানও প্রচুর।''


ফুলের মালা চাপিয়ে, ঢাক, ঢোল বাজিয়ে নয়াদিল্লিতে স্বাগত জানানো হয় অলিম্পিক্স পদকজয়ীদের। সুখজিৎদের ঢোলের ছন্দে উচ্ছ্বাসে ভেসে ভাঙরা নাচেও মজতে দেখা যায়। স্বাভাবিকাবেই ভারতীয় হকি তারকাদের স্বাগত জানাতে বিমানবন্দরে আধিকারিক, সংবাদমাধ্যমের ভিড় ছিল। সকলের জন্য গলা টাঙানো মেডেল ক্যামেরার সামনে তুলে ধরেন হরমপ্রীতরা। উল্লেখ্য, স্পেনকে ২-১ গোলে হারিয়ে হকিতে অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ জিতে নিয়েছিল হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল।